Muslim(মুসলিম)
afifa was watching tv , she loves to watch tv. her father is a imam in a masque suddenly she saw her fatehr came home with a beautiful woman . she and her mom was totally shocked! they both were wanted to know why her father need a new wife.
Hi i am shearley marrie from bbc desk.. this is our story .. muslim woman are not capable to say anything if there husband marry another lady!
২০২৩,ইংল্যান্ডের ম্যা্ন চেস্টারে বসে আফিফা এবং তার মা কাউচে বসা দেখ লেন এই কাহিনি। তিনি রীতিমত বিরক্ত বিবিসির এই খবরে আর আফিফার দিকে তিনি তাকিয়ে আছেন সে কি বলে । আফিফা কিছুই না বলে তার ঘরে চলে যায় এতে আফিফার মা আরো বিরক্ত হন । তিনি বুঝতে চাইছেন তার মেয়ে কি এই ব্যাপারে কিছুই বলবে না। আসলে ভিডিও টা একটা বানানো , আফিফা এবং তার মা এবং তাদের এক ভাই বর্ত মানে ম্যান চেস্টারে থাকে। বিবিসির এই বার্তা আজ থেকে ৩০/৪০ বছর আগের। সব চেয়ে অবাক করা ব্যাপার হল আফিফার এই ভিডিও টা করা হয় অন্যত্র বসে যখন তার বাবা আরেক বিয়ে করে সময় তখন ৭০ এর দশক , আফিফার বাবা বিহারি মা বাংগালি। আর এই ভিডিও করেছিল তার এক আত্নীয় যে কিনা আমেরিকা থেকে বাংলা দেশে গিয়েছিল বেড়াতে, আর এই ভিডিও আজ ২০২৩ এ এসে অন্য ভাবে প্রচারিত হল কিভাবে ? বিবিসি বলছে এই ভিডিও তারা এক গোপন সুত্রের দবারা পেয়েছে। কিন্ত এই ভাবে মিডিয়ায় এই খবর ছড়াল কেম নে ? এই ভিডিও একটা পারিবারিক অনুষ্টান এর জন্য করা হয় কিন্ত এখানে এটা অন্য ভাবে প্রচারিত হচ্ছে। afifas dad married a woman who has no husband and no kid when he was doing job in manchester area ,the lady was pakistani and the woman has no one beside her so that time afifas father got her from the side of the street.
the bbc mention it also. the fake bbc suddenly afifa replied.
৩৩ বছর পর , সউদি আরব থেকে একটা চিঠি আসে বাংলাদেশে তাতে লেখা থাকে আফিফার মায়ের জন্য। সাথে অনেক গুলি বাক্স।
আফিফার মা মারা গেছেন কয়দিন আগে। কোভিড হয়েছিল আর শেষ রক্ষা হয়নাই, আগের থেকেই ডায়বেটিস ছিল আর এই কোভিড ত তাদেরই এটাক করে বেশি যাদের আগের থেকে অসুখ থাকে। আর সব বাংগালি মেয়ের মত মারা যাবার আগে তার এক মাত্র ইচ্ছে ছিল তার সবামীর সাথে শেষ দেখা করে যাওয়া কিন্ত ভাগ্য এমন যে দেখা হল না। লন্ডনের একটা হাস পাতালে মারা যান আফিফার মা। আফিফা মা এর সৃতি গুলি আকড়ে ধরে থাকে আজকাল। হঠাত তার কাছে মেসেজ আসে আফিফা কল দেও। দেখা যায় আফিফার মামা জানান তার বাপ যে কিনা বিবিসি তে আসছিল তার ২য় বিয়ের জন্য তার মাকে দেখতে চায়। আর সেইজন্য কিছু জিনিস পত্র ও দিয়েছে আর আফিফার কথা জানতে চেয়েছে,
আফিফা চুপ। ৩৩টা বছর যে মানুষ কে সে বাপ ডাকার জন্য আকুল ছিল আর প্রতি দিন অপেক্ষায় ছিল যে এক দিন হয়ত তার সাম নে আসবে এই লোক টা আর সে অভিমানি সুরে বলবে কেন এরকম করেছ বাবা? আজ আর সেই প্রশ্নই করতে ইচ্ছে করছে না ওর। তার কাছে আজ সব কিছু যেন না থাকার মত হয়ে ছে। মামাকে বলে দেয় মামা জানিও মা বেচে নেই আর আমার কথা বল আমি ও মরে গেছি। মামা চুপ। উত্তর নাই। কারন তিনি বুঝতে পেরেছেন কি এক অজানা অভিমান এ আফিফা আজ এই কথা বলছে ।
আফিফা ফোন কেটে দিল আর অঝোর ধারায় বালিশ এ মাথা দিয়ে চিৎকার করে কেদে উঠছিল আর তার পাশে বসে আছে তার বর যার হাতে তার মা তাকে তুলে দিয়ে গেছেন কারন এই বিদেশ বিভুইয়ে আফিফাকে দেখার কেউ নাই এখন। এই দিক চিন্তা করলে তিনি মান সিক ভাবে শান্তিতে মরেছেন বলে মনে করে তার ভাই। আজিম মামা।
মুস ল মানের দুই বিয়ে করার রাইট আছে কিন্ত এর জন্য বউ এর অনুমতি নেয়া লাগে কিন্ত আফিফার বাপ যা করেছে তার কোন ক্ষ মা নাই । সে তার ইচ্ছে মত সউদি মহিলা বিয়ে করে ছে আর আফিফার মাকে ত্যাগ করেছিল। আজ এত গুলি বছর পর যখন আফিফার মা বেচে নাই সে সময় এসে লাভ কি? এই ছিল তার আজিম মামার প্রশ্ন। আজিম মামা বি।এ পাস করে যখন পোস্ট অফিসের কাজ নেন সেই সময় তার সাথে আফিফার বাবার পরিচ্য হয় ভাল ছেলে দেখে নিজে দাঁড়িয়ে বোন কে বিয়ে দেয়ার শাস্তি আজকে সে পেয়েছে । বড় বোন সাহারা খাতুন লন্ডনে বিয়ে করেছিল এবং সাহায্য করত সে সুবাদে আফিফা সেদেশের স্কুলে পড়ার সুযোগ পায় আর সেই সুযোগে আফিফার মাকে নিয়ে যায় বোন সাহারা খাতুন। এক দম দুইচক্ষে দেখতে পারে না আফিফার বাপ কে "why why he come towards me? " afifar shouted.
Comments
Post a Comment