Posts

Showing posts from November, 2022

dipaboli

এই দিপু এই দিপু আরে উঠ আজ তো দীপা বলি। সকাল থেকেই হাকডাক , জগন্নাথ মন্দিরে আজকে পুজো দিতে যেতে হবে। সবাই উঠে স্নান করেই দৌড়ে যেতে শুরু করল। শ্রী হরিদাশ চন্দ্র এর বাড়িতে আজকে অনেক তাড়াহুড়ো চলে , সবাই ব্যস্ত। কারন আজ দীপাবলি। দীপ জবালানো থেকে শুরু করে নানান কর্ম যজ্ঞ, পাশের গ্রাম মোস লেম পুর। সেইখানের মুসল মান পাড়ার লোক জন আসে দেখতে পুজা। সবাই খুব আনন্দে আছে আজকে। সেজেছে বেশ। মন্দিরে ব্রাক্ষন যখন মন্ত্র পাঠ করেই যায় সবাই মন দিয়ে শুনে পূজো দেয় কিন্ত দীপুর কোন খবর নেই তখনো। সে সবে ঘুম ছাড়িয়ে উঠে মায়ের দিকে তাকায়। দেখে মা রান্নার ঘরে ব্যস্ত। দীপাবলি সব চেয়ে আদরের মেয়ে। দীপাবলির বাবা একজন ব্যবসায়ি , বাড়ি কক্স বাজার সদরে, চট্টগ্রাম শহর থেকে দূরে এই ছোট্ট শহর কক্স বাজারে অনেকেই ব্যবসা করেন, দীপাবলির জন্মের পরে তার মা অনেক মানত করেই এই মেয়েরে জন্ম দিয়েছেন। কারন তারে মেয়ের শখ। দীপাবলি রা আট ভাইবোন । যাহোক আজ দীপাবলি। সে তার মায়ের নতুন শাড়ী কেড়ে নিয়ে পড়ে বসে আছে। এর মাঝে এই ব্রাক্ষন জাতের কাছাকাছি কেউ ঘেষে নাই কারন সমাজে তাদের নাম ডাক। অনেক মা নুষ আসেন দীপাবলির বাড়ীতে। সেদিন ও এসেছিল। কিন্ত... স