Posts

Showing posts from July, 2023

বঙ্গাসন—গুরুজী

Image
বইসে বইসে কি কর ? মহিলার দিকে তাকিয়ে বলে আজম সাহেব ,সারাদিন ত টিভির সামনে বসেই থাক কাজ কর্ম কিছু কর? আতিকা বেগম কোন উত্তর না দিয়ে রান্না ঘর থেকে এক টা বেলুন এনে জামাইকে দেখিয়ে বলছেন নিজের দিকে তাকিয়ে দেখ যে কি রকম হইস। আমি না হয় বসেই থাকি কিন্ত একটা ব্যায়াম করি নাম বঙ্গাসন ।নিজে যে ২৪ ঘন্টা ফোন আর ল্যাপ্টপে থাক এবং নড়া চড়া কর না আমি ত বেচে থাকব তুমি ই নাইই হই যাবা । শুনে আজম মিয়া চোখ লাল করে স্ত্রীর দিকে তাকিয়ে আছেন , ও তুমি তাহলে চাও আমি মারা যাই?? স্ত্রী এক দম শান্ত ভাবে বলেন তুমি মারা যাও অই কথা কিন্তু বলিনি বলেছি চেয়ার এ বসে না থেকে একটু হাটা হাটি কর আর ঘুরা ফেরা কর যাতে মরে ভুত হয়ে আমার কাধে আসা না লাগে , আমি বাপু তোমার মউতের জন্য বসে থাকব না উলটা বিয়ে শাদি করব কারন একা থাকা আমার পক্ষে সম্ভব না। স্ত্রীর এহেন কথা শুনে তিনি যার পরনাই ক্ষেপে যান আসলে পুরুষ মানুষ এর ভাল বাসা রাগ দেখিয়েই প্রকাশ পায় এই টা বাঙ্গাল পুরুষের সবভাব কিন্তু আজকের কাহিনিরে যা দেখা গেল তাতে আজম সাহেব সন্দেহ করে বলছেন এর মানে তুমি কি কারো সাথে প্রেম করছ নাকি ? মুচকি হেসে আতিকা বলেন হ্যা করবই ত যদি না তুমি

কুয়াশা

শীতের রাত , আজম আর মালিকা দুই জন প্রেমিক প্রেমিকা এক সাথে পালিয়েছে বাড়ী ছেড়ে। কুয়াশা রাত। রাতের অন্ধকারে দৌড় দিয়ে যাচ্ছিল তারা হঠাত তারা একটা সাদা জিন দেখে যেটা মাঝ রাতে এক তাল গাছ থেকে আরেক তাল গাছে নিজের পা ছড়িয়ে ঘুম দিচ্ছিল মালিকার হাতে তাবিজ ছিল এর জন্য সে ভয় পাই নাই কিন্ত দুর্ভাগ্যজনক ভাবে আজম আক্রান্ত হয়ে যায় এবং সকাল বেলা তাকে তাল গাছে পাওয়া যায়। গ্রামের এক দল কাঠুরে সকালে তাকে উদ্ধার করে সখিপুরা গ্রামে নিয়ে যায় এবং সেইখানে এই ঘটনা প্রকাশ পায় এবং আমি সেই যাত্রায় বেচে যাই কিন্ত এখন আজকে দুই বছর পর আমার বাসা তে এক লোক সাদা আলখাল্লা পড়া চলে আসছে। আমি সামিনা পেশায় শিক্ষিকা ,একটা হাই স্কুলে পড়াই। আমি আমার বাপের বাড়িতে থাকা কালিন এই ভয়ানক ঘটনার সম্মুখিন হয় তারা। এর পর এর ঘটনা আমরা আর কেউই জানিনাই ।আমরা গ্রাম থেকে ফেরার পরে শুনেছিলাম আজম পাগল হয়ে গেছে এবং তার চিকিৎসা চলছে আরেক দিকে মালিকা জানা নাই সে কই হারিয়েছে। আজকে আমার বাসায় এই অচেনা ব্যাক্তির আগমন আমাকে ভয় পাইয়ে দিলেও আমার বাড়ি ঘর বন্ধ আছে । যাদু করেও আমাকে কেউই ক্ষতি করতে পারবে না। তবু ভয় করছে ।একে সাথে নিয়ে আসছে আমার জামাই আবির