Posts

Showing posts from January, 2024

বিবাহিতা

আজ সকালে একটা গাড়ি এসেছে আমার বাসা উত্তরায় , গাড়িতে একটা অর্ধ মৃত ছেলে খুব হ্যান্ড সাম এবং এর সাথে দেখা যাচ্ছে আমার জামাই আবু আহমেদ ভুইয়া। জামাইকে নাকি নাম বলে ডাক দিতে নাই এই শিক্ষা আমার শাশুড়ি আম্মার । আমি আসলেই সেই চিন্তা করে দেখি নাই এখন পর্যন্ত তবে এর ভেতরে আমার জামাই আমার দিকে ইশারায় বুঝাতে চেষ্টা করছেন আমার আম্মার সামনে এই ভাবে ডাক দিবা না! কে শুনে কার কথা। ব্যাকডেটেড চিন্তা কে বাদ দিয়ে আমি তাকে জান বলে ডাক দেই! সে জিহবায় কামড় দেয় মেয়েদের মত! আমি তাকাই আছি! আমি কি করলাম! আমি ত হালাল উপায়ে বিয়ে করে কি ভুল করলাম! এর পরে শাশুড়ি আম্মার গো গো শব্দে বলতে শুনাচ্ছেন আমাকে এই সব বিদেশি শিক্ষায় শিক্ষিত মেয়ে বাড়ির বউ হবার উপযুক্ত ? বাবা তোরে আমি আগেই বলসিলাম এরকম ফার্স্ট মাইয়া বিয়া করিস না বাজান ,মান ইজ্জত কিচ্ছু থাকবে না। আমার জামাই মাথা নিচু করে হু বলে আর ভেতরে এসে হাসছে আর বলছে তোমার তো বেশ সাহস! সে মুহুর্তে আমি জিগেস করি আচ্ছা আমার কথা ছাড় অই যে অর্ধ মৃত একজন কে ধরে এনেছ অইটা কে ? সে জানায় তার এক বন্ধুর ভাই সুই সাইড করতে গিয়েছিল পুলিশ কেসের ভয়ে তারা এখানে আমার কাছে এসেছে সাহায্যর জন্য