Posts

Showing posts from May, 2025

অচিন দেশ

চট্টগ্রাম শহর থেকে ৩ ঘন্টার পথ । আমরা বের হলাম বান্দরবানের দিকে যাবার জন্য । পথে তেমন সমস্যা হল না কিন্ত এক জায়গায় গিয়ে আমরা আটকে যাই , সেনাবাহিনির টহল দল আসেন আর আমাদের চেক করেন এর পরে আরেক কান্ড হঠাত মিম আর মিমি আপা চিৎকার শুরু করে আনন্দে ! তাদে মুখ চেপে ধরে আমি হাসনা বলে দেই এই দেখ এইখানে কিন্ত পাহাড়ি জংগি গোষ্ঠি আছে কোন কারনে যদি তোদের ধরে তাহলে বাচাতে আর্মি আসবে না কারন এই এলাকায় আর্মির চেয়ে এই পাহাড়িদের দাপট বেশি! আমার কথায় সায় দিল দুলাভাই মন্টু , মিমি আপার জামাই! মিম তখন চিল্লাই বলে কি বলছ তোম রা ! এত বছর পর দেশে আসলাম আর সবাধীন দেশ এ এই টা আবার কোন অচিন দেশ ?? আমরা ৩ জন তার দিকে তাকিয়ে আছি ফ্যাল ফ্যাল করে, দীর্ঘ ৩০ বছর পরে মিমি দেশে এসেছে তার জামাই আর পরিবারের সবাইকে নিয়ে ।আমেরিকার নাগরিক এখন মিমি কিন্ত দেশের প্রতি তার যে টান দেখলাম আমি তখন ভাবছিলাম আবু ভাই আসলেই মুক্তি যোদ্ধা ছিল এর জন্যই তার মেয়ে মিমি এরকম। মাত্র অল্প বয়সে ভাবিকে বিয়ে করে এনেছিল আবু ভাই আমাদের বাড়ীতে , চাচার ছেলে আবু ভাই সবার বড়, আম্মা অনেক রাগ করেছিল তার এই বিয়ের কারনে কারন আম্মা আমার সাথে আবু ভাইকে বিয়ে দি...