এক অসম্পুর্ন ভাল বাসা এবং
অনলাইনে বসে আছে তুবা, সে জানে আজকে তার একটা রাইটিং প্রতিযোগিতা আছে আর এটা লিখতে হবে ইংরেজিতে তাকে যা আসলেই কষ্ট কর । কারন বাংলাএর থেকে ভাল ইংরেজি জানা তার মত অনেক ছাত্রদের সমস্যা ! আর ইংরেজি ভাল জানা মানুষের যেন এই এলিট চিন্তা ভাব না হয়ে যায় যে ভাল কিছু করলাম আজকের প্রতিযোগিতায় তুবাকে ভাল করতেই হবে কাড়োণ আজকে সে বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করছে সুত রাং কোন ভুল করা যাবে না । হঠাত তার মনে হল ব্রিটিশ ইংলিশ জানা তান জিনা ম্যাম কে একটা ফোন দেই তিনি হয়ত ভাল বলতে পারবেন । ম্যাম আসলেই এক টা জিনিয়াস ! গড় গড় করে কেমন করে ইংরেজি বলেন মানে তাকায় থাক তে ইচ্ছে করে ! সে কল দেয় । ফোন ধরে নাই আবার ও কল দেয় এই বারো না , তুবার চেহারা তখন ইন্যরকম হয়ে যায় সে ভাবে আসলে ম্যাম কি আমার ফোন ধরবে? হঠাত রিপ্লাই আসে ,তুবা আমি একটু ব্যস্ত তুমি সন্ধেই কল দাও। ম্যাম ! তুবা ম্যাসেজ দেয় আজকে আমার একটা প্রতিযগিতা আছে ইংরেজিতে আপনি সাহায্য করুন । মেসেজ সিন হয় এবং তিনি ফোন দেন । হ্যা বল তুবা? কি জানতে চাও? তুবা জানায় তার আজকে একটা প্রতিযোগিতা আছে সে এখন কিভাবে কি করবে আর কি লিখবে জান তে চাইছে তুবা কিভাবে তাদের প্রশ্নের উত...